Posts

Showing posts from December, 2019

হনুমানজী কি আজ বেঁচে আছেন ?

Image
এবং তারপর, ২৮/১২/২০১৯ :   শ্রীরামভক্ত হনুমানের পুজো করেন হিন্দুমাত্রেই। আমাদের দেশে  রামায়ন পড়েছেন প্রায় প্রত্যেকেই, হনূমান বা বজরংবলীর চরিত্রটি তাই সকলেরই জানা। শ্ৰীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি।  হনূমান ছিলেন পবনদেবের সন্তান, মাতার নাম অঞ্জনী।আবার কেশরী নন্দনও বলা হয় তাঁকে। শ্ৰীরামচন্দ্রের দেহ রক্ষার পর অর্থাৎ শ্ৰীরামচন্দ্র যখন ইহলোকের মায়া ত্যাগ করে বৈকুন্ঠে ফিরে গেলেন, তারপর কি হল হনুমানের ? বলা হয়, তিনি অমর , অর্থাৎ যাঁর মৃত্যু নেই; তিনি চিরঞ্জীবী।তাঁর মৃত্যু নেই; তিনি আজও  বেঁচে আছেন, এই পৃথিবীতেই তিনি বাস করেন এবং ভক্তদের তিনি দেখাও দেন। আমাদের আজকের আলোচনা শুধুমাত্র এই অংশটি নিয়েই। তিনি কি সত্যিই আজ বেঁচে আছেন ? এবং তিনি ভক্তদের দেখা দেন ?   এই প্রশ্নগুলির উত্তর অনেকে অনেকরকম ভাবে দেন, বিশ্বাসীরা বলেন হ্যাঁ আজও তিনি বেঁচে আছেন, অবিশ্বাসীরা বলেন, সেটা অসম্ভব। আমি এই লেখার মধ্যে কোনো বিতর্কে যেতে চাই না, শুধু  বিশ্বাসীরা ঠিক কেন বলেন যে  তিনি বেঁচে আছেন এই পৃথিবীতে, সেই উত্তর খোঁজার চেষ্টা করে যাব। তবে অবিশ্বাসীদের বক্তব্যগুলিও তুলে ধরব। রামায়ন থেকে আমরা জানতে