Posts

Showing posts from May, 2020

লক ডাউনের পর এবার কি ? জানতে চাইছে গোটা দেশ

Image
"এবং তারপর",  অরিন্দম নন্দী , ২৮/০৫/২০২০ :    গত বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে করোনা তার বিষাক্ত ফনা তুলে  রেখেছে। দুনিয়ার তাবড় দেশগুলো, যারা এতদিন নিজেদের সবচেয়ে এগিয়ে থাকা উন্নত দেশ বলে গলা চড়াত, যারা  অহংকারে আর ধরিত্রী স্পর্শ করতে চাইত না, বক্র হাসি ঠোঁটের ধারে খেলিয়ে যারা এতদিন দুনিয়াকে শাসন করবে বলে স্বপ্ন দেখছিল, আজ তারাই  এই ভাইরাসের সামনে নতজানু হয়ে প্রাণ আর মান  বাঁচাতে ব্যস্ত  উঠেছে। বাঘা বাঘা মিসাইল, উন্নত প্রযুক্তির উপগ্রহ কিংবা পারমানবিক অস্ত্র কিছুই আর কাজে আসছে না ধুলোর থেকেও মিহি এক অচেনা শত্রুর সামনে।  গোটা দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ এখন ভীষণভাবে অসহায় হয়ে পড়েছে এমন এক শত্রুর সামনে, যাকে  সেভাবে চোখেই  দেখা যায় না অণুবীক্ষণ যন্ত্র ছাড়া, আর  ঠিক এখানেই ভূপতিত মানব অহংকার। প্রকৃতির সামনে অসহায় উন্নত মানব সমাজ। পরাজিত বন্দী সৈনিকের মত দেখতে লাগে। যদি এমন প্রশ্ন ওঠে, করোনা মহামারীর জন্যে মানব সমাজের সবচেয়ে ক্ষয়ক্ষতি কোন জায়গায় হয়েছে ? তার উত্তর হবে অর্থনীতি। করোনা মহামারী দুনিয়ার প্রত্যেক দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে, আর এটা ধ্রুব সত্য কথা।

সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিরিখে ভারতের অবস্থান এতো খারাপ কেন ? (পর্ব - ১)

Image
এবং তারপর (বাংলা), ০৬/০৫/২০২০ :  প্যারিস ভিত্তিক অসরকারী সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার’ (আরএসএফ), বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাংবাদিকদের স্বাধীনতার মূল্যায়ন করে তার সর্বশেষ সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচক প্রকাশ করেছে। এই সূচকে বিশ্বের বৃহত্তম, সবথেকে প্রাণবন্ত এবং মুক্ত গণতন্ত্রের দেশ, যেখানে বহুজাতিক সমাজব্যবস্থা বিরাজমান౼সেই ভারতের স্থান ১৮০টি দেশের মধ্যে ১৪২। গত বছরের থেকে যা ২ ধাপ নীচে।      আরএসএফ-এর মূল্যায়ন অনুযায়ী সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিরিখে ভারতের অবস্থান এতো খারাপ কেন ? এখানেই আরএসএফ –এর গণতন্ত্রের সম্পর্কে ধারণা এবং যে পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছে, তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে।  আরএসএফ –এর ওয়েবসাইটে বলা হয়েছে, সাংবাদিকরা যে স্বাধীনতা উপভোগ করেন, সেটি নির্ধারণ করা হয়েছে, একদল বিশেষজ্ঞের তৈরি করা বিস্তারিত প্রশ্নাবলী থেকে। সংশ্লিষ্ট সময়ে সাংবাদিকদের ওপর হেনস্থা এবং নিপীড়নের বিষয়ে সংগৃহীত বিপুল তথ্যের মূল্যায়ন করা হয়েছে। যে ৮৭টি প্রশ্নের ওপর ভিত্তি করে এই মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, তার মধ্যে রয়েছে, বহুত্ববাদ, সংবাদমাধ্যমের স্বাধীনতা, সংবাদ