Posts

Showing posts from May, 2021

বছরে ৫ বা তার বেশি ঘূর্ণিঝড় দেশে বিপর্যয় ডেকে আনছে

Image
  লেখক : অরিন্দম নন্দী  (সাংবাদিক) এবং তারপর, ২৮/০৫/২০২১ :  ভারতবর্ষে ক্রমশই বেড়ে চলেছে ঘূর্ণিঝড়। তা সে বঙ্গোপসাগরেই  হোক অথবা আরব সাগরে। প্রতিবছর একাধিক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে হচ্ছে ভারতবাসীকে। আর এই ঘূর্ণিঝড়গুলির কারন হিসেবে দেশের জলবায়ুর পরিবর্তনকেই দেখছেন ভূবিজ্ঞানীরা। ভারতে জলবায়ু এখন বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। ঠিক সময় অর্থাৎ ঋতু পরিবর্তনের সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে না দেশের সব জায়গায়, এর ফলে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। ফলে বেড়ে চলেছে দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যাও। কিছু কিছু ক্ষেত্রে মানুষের বদভ্যাস, নিয়ন্ত্রণহীন জীবন ও জীবিকাকেও দায়ী করেছেন বিজ্ঞানীরা। এমনকি অজ্ঞতা এবং শিক্ষার অভাবের কারণেও বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ নেমে আসছে মানুষের জীবনে। ভারতবর্ষের মত দেশেও উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যা কিনা গোটা বিশ্বের সামনেও বিরাট মাপের বিপদকে এগিয়ে আনছে।  সমস্যাটা হল, ভারতে এই বিষয়গুলি নিয়ে সেভাবে প্রচার করা হয় না।  দেশে উষ্ণতা বাড়ছে, অথচ সেই উষ্ণতা থেকে রেহাই পেতে প্রত্যেকে ঘরে এয়ার কন্ডিশন লাগিয়ে যাচ্ছেন সামর্থ্য অনুযায়ী। বাতানুকূল মেশিনগুলি থেকে সমষ্টিগত উষ্ণ বায়ু বাতাসকে আরও উষ্ণ করে