Posts

Showing posts from November, 2020

নতুন আমেরিকাও কি ভারতের বন্ধু হয়ে উঠবে ?

Image
জো বাইডেন  কেমন হতে পারে  নতুন  মার্কিন রাষ্ট্রপতি জো   বাইডেনের সাথে ভারতের  সম্পর্ক ? ভারত কি কোন  সমস্যায় পড়তে পারে ?  আলোচনা করলেন  সাংবাদিক অরিন্দম নন্দী । এবং তারপর, ০৯/১১/২০২০ : নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমত ধরাশায়ী করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কুরসী দখল করে নিলেন সেই দেশেরই ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। বিগত দিনগুলিতে আমরা ক্রমাগত দেখে এসেছি, ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সখ্যতার ফুটেজ। তাই স্বাভাবিকভাবেই মনে   প্রশ্ন জাগতে শুরু করে দিয়েছে, আমেরিকার নতুন রাষ্ট্রপতি কি ট্রাম্পের মত হবেন ?   তিনি কি আমাদের শত্রুদেশগুলিকেই সমর্থন করবেন ? বাইডেন নতুন রাস্ট্রপতি হয়ে   আসায় ভারতের কি কোনো সমস্যা  হতে পারে ?   আসুন সবার আগে আমেরিকার নতুন রাষ্ট্রপতি সম্ভন্ধে একটু ভাল করে জেনে নেওয়া   যাক, একটু পরিচয় করে নেওয়া যাক। জো বাইডেন, পুরো নাম জোসেফ রবিনেট   বাইডেন। একটি ক্যাথলিক পরিবারে বাইডেনের জন্ম ১৯৪২ সালের ২০ নভেম্বর   পেনসিলভিনিয়ার স্ক্র্যান্টনে। বাবার নামও ছিল জোসেফ বাইডেন, তাই পরিবারের বড়     ছেলেকে 'জুনিয়ার বাইডেন' বলে ডাকা হত।