Posts

Showing posts from December, 2021

খাঁচার মধ্যে ভয়ে কাঁটা, বলির পাঁঠা

Image
এবং তারপর, 27/12/2021 :  বলির পাঁঠা, অদ্ভুত শব্দ যুগল ! অর্থাৎ বলি দিতে হলে একটাই পশুর নাম উচ্চারণ করা হয়। আর সে হল পাঁঠা বা ছাগল। তা সে বলি দিতেই হোক, চামড়া ছাড়িয়ে মাংসের দোকানে হেঁট মুণ্ড উর্দ্ধ পদে ঝুলিয়ে রাখাই হোক অথবা সুন্দরবনের গ্রামে বাঘ ধরতে ফাঁদ পাতার জন্যেই হোক। বলির উৎসর্গ হতে হবে পাঁঠা বা ছাগলকেই।  কুলতলি বা ঝড়খালি গ্রামগুলো একেবারেই সুন্দরবন্ লাগোয়া। এই গ্রামগুলোতে প্রায়ই বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। নদী সাঁতরে সুন্দরবনের অরণ্য থেকে বাঘ ঢুকে পড়ে বন লাগোয়া গ্রামগুলোতে। বাঘের পায়ের ছাপ দেখা গেলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে, খুব স্বাভাবিক সেটা। মুহুর্তে খবর চলে যায় পুলিশ এবং বন দপ্তরে।  বাঘ আগমনের খবর পেয়ে তৎপর হয়ে ওঠেন বন দপ্তরের আধিকারিকরা। শুরু হয়ে যায় বাঘ খোঁজার প্রাথমিক কাজ কর্ম। এবার কিভাবে যেন খবর পৌঁছে যায় সংবাদ মাধ্যমে। সংবাদ পত্রে বা টেলিভিশনে বাঘের পায়ের ছাপ দেখেই সরকার বাহাদুরের কপালে চিন্তার ছাপ পড়তে শুরু করে। ওপর মহল থেকে চাপ আসতে থাকে যাতে দ্রুত বাঘ ধরা হয়। যেন একজন মানুষের (ভোটারের) গায়েও আঁচড়টুকুও না লাগে। ওপর মহলের চাপ এসে পড়ে ঘটনাস্থলে কর্মরত ব