Introduction

এবং তারপর, শুরু হল পথ চলা 


এবং তারপর, ০৫/১১/২০১৯ : এবং তারপর, ০৪/১১/২০১৯ : দুনিয়াতে কত ঘটনায় তো ঘটে যায়, তাই না ? যার কিছু  আমরা খবরের কাগজে পড়ি , টিভিতে দেখি, মোবাইল নিউজে দেখি, ফেসবুকে দেখি, আরও কত যে মিডিয়া আছে তার ঠিক নেই; কিন্তু গোটা দুনিয়ায় ঘটনার ঘনঘটা, কত যে ঘটনা রটনা ছাড়াই ঘটে চলেছে, তার খবর রাখেন কয় জনা  ? শুধু কি তাই ? ঘটনা ঘটে যায়, মানুষ ভুলে যায়, কিন্তু ঘটে যাওয়া ঘটনা ঘটেই চলে, তার খবর আমরা রাখি কি ? অজানা, অদ্ভুত, সেই সব ঘটনা,  পরবর্তী পর্যায়ের সেইসব বাস্তব ঘটনা, যা থাকে লোকচক্ষুর অন্তরালে, সেই সব অজানা, অচেনা, অল্প  চেনা, অদেখা, অকল্পনীয় ঘটনা নিয়েই শুরু করছি পথ চলা, এবং তারপর। সঙ্গে থাকুন।

Comments

Popular posts from this blog

মৃত্যুর পরেও তানসেনের দেহে প্রাণের সঞ্চার করেছিলেন কে ?

হনুমানজী কি আজ বেঁচে আছেন ?

সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিরিখে ভারতের অবস্থান এতো খারাপ কেন ? (পর্ব - ১)